Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১ এপ্রিল ২০২৩

৩ মাসে ১২ হাজার প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়া

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ১২ হাজার ৩৮০ জন বিদেশি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টার।

দেশে ফেরত পাঠানোদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ আর দুই হাজার ৭৭৪ জন নারী রয়েছেন এবং বেশিরভাগই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।

৩ ক্যাটাগরির বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে- এক হচ্ছে যারা কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন। দুই, অভিবাসন অধিদপ্তর যাদেরকে বিভিন্ন সময়ে আটক করেছে আর তিন, আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে।

মালয়েশিয়ার অস্থায়ী বন্দিশালাসহ ২১টি অভিবাসন ডিপোতে এখনও ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসী রয়েছেন।

মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক জানান, এ বছরের ১০ জানুয়ারি ঘোষিত মানবসম্পদ সংস্কার কর্মসূচির আওতায় ইলিগ্যাল ইমিগ্রান্টস রিক্যালিব্র্যাশন প্ল্যান ২.০-এর অধীনে ২৭ হাজার ৫৭২টি প্রতিষ্ঠান তাদের তিন লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়