Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮, ১২ এপ্রিল ২০২৩

সৌদি-কুয়েতসহ মধ্যপ্রাচ্যে সালাতুল কেয়াম নামাজ শুরু

সৌদি আরব-কুয়েতসহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে শুরু হচ্ছে সালাতুল কিয়ামের নামাজ। মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে এ নামাজ চলবে শেষ রমজান পর্যন্ত। কোন রাত ১২ টা আবার কোন কোন মসজিদে রাত ১ টা থেকে শুরু হবে এ নামাজ।

স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এই নামাজে অংশগ্রহণ করে থাকেন। 

জানা যায়, মধ্যরাতে মসজিদে জামায়াতে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে সালাতুল কিয়াম নামাজ আদায় করে থাকেন এবং মহিলাদের জন্য থাকে আলাদা ব্যবস্থা। রমজানের শেষ দশকে পবিত্র এই নামাজ আদায় করা হয়। মুসল্লিরা কুরআন তেলওয়াত, তাসবীহ পাঠ, জিকির ইবাদতের মধ্য দিয়ে রাত কাটান। সময় নিয়ে দীর্ঘ কেরাত পাঠ করা হয় এই নামাজে এবং সবশেষে বিতরের নামাজ আদায়ের মধ্যদিয়ে শেষ হয়।

দুই রাকাত করে মোট আট রাকাত নামাজ আদায় করা হয় এবং প্রতি রাকাতে সময় নিয়ে দীর্ঘ কেরাত পাঠ করা হয় এই নামাজে এবং সবশেষে বিতরের নামাজ আদায়ের মধ্যদিয়ে শেষ হয়।

সালাতুল কিয়াম নামাজ আদায় করতে কুয়েতের সব মসজিদগুলোতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর টহল ব্যবস্থা।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়