Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৪ এপ্রিল ২০২৩

ইতালিতে মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ইতালিতে বিশেষ সংবর্ধনা দিয়েছে সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ইতালিতে আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু ‌শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী মো. আব্দুর রাজ্জাক। বিশেষ বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মেয়র আরিফুল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বর্তমানে দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্রের চর্চা নেই। নেই ভোটের অধিকার। সেইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নেমে এসেছে অর্থনৈতিক সংকট। কাজেই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে ব্যালটের মাধ্যমে নিরপেক্ষ ভোটাধিকার। তবেই দেশের উন্নয়নে থাকবে সকলের অংশগ্রহণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিমুর রহমান সালাম, সহ-সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বিএনপি সভাপতি হুমায়ূন করির, ইতালি বিএনপির সহ-সভাপতি মৃধা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, জুয়েল আহমেদ।

সিলেট জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিনার আহমেদ, উপদেষ্টা ফজলুর রহমান, হীরা মিয়া, সিনিয়র সহ‌-সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ‌-সভাপতি মুসলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, আরিফ আহমেদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, হেলাল উদ্দিন, খোকন আহমেদ, সম্মানিত প্রথম সদস্য সাব্বির আহমেদ।

ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল চৌধুরী, রফিকুল ইসলাম সজীবসহ অনেকে। শেষে নেতৃবৃন্দদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়