আই নিউজ ডেস্ক
মালদ্বীপে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দেশটির রাজধানী মালের স্থানীয় লেমনগ্রাস রেস্টুরেন্টে হলরুমে এ আয়োজন করা হয়।
মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরে আলম রিন্টুর সঞ্চালনায় মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি ও গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান মো. সোহেল রানা, দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, সেই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে প্রবাসীদের এক হয়ে কাজ কাজ করতে হবে।
এ ছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন – মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবাসী ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, মো. কাউছার, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিও মাসুদুর রহমান ও সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু, ইএসডব্লিউএ'র সভাপতি মো. জাকির হোসেন, মালদ্বীপ যুবলীগের সভাপতি মো. রাসেল আহম্মেদ সাগর এবং দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ীগণসহ বাংলাদেশ সোসাইটি এবং আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সারা বিশ্বের সব মুসলমানের এবং বাংলাদেশের সব নাগরিক জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন মালদ্বীপ যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
আই নিউজ/এইউ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি