আই নিউজ ডেস্ক
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও কমিউনিটির মিলনমেলা
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ফ্রান্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যারিসের একটি হলে বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশি কমিউনিটির সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক অপু আলম।
ইফতার পূর্বে উন্মুক্ত আলোচনায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ইউরোপের মাল্টিকালচারের দেশ ফ্রান্সে দিন দিন বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়ছে। দেশটিতে ইতিমধ্যে বাংলাদেশের বহু মানুষ মেধা ও কঠোর পরিশ্রম করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এখানে রয়েছে বাংলাদেশিদের জন্যে উজ্জ্বল সম্ভাবনা। তাই সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে বাংলাদেশি কমিউনিটির একটি সার্বজনীন সংগঠন এবং বাংলাদেশ হাউস প্রতিষ্ঠার বিষয়ে কমিউনিটির নেতারা মূল্যবান মতামত ব্যক্ত করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম। অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্ট সংগীত শিল্পী আরিফ রানা। প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাসু গোস্বামী, ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতারা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইউ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি