অনলাইন ডেস্ক
দুবাইয়ে বহুতল ভবনে আগুন লেগে ১৬ জনের মৃত্যু
একজন ফায়ার সার্ভিস কর্মী। ছবি- GETTY IMAGES
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় গতকাল শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
দুবাইয়ের সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ রোববার (১৬ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওই মুখপাত্র বলেন, দুবাইয়ের সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ওই মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এরপর দুবাই সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটি টিম ১২টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নেভাতে পোর্ট সাঈদ ফায়ার স্টেশন ও হামরিয়াহ ফায়ার স্টেশন সহায়তা দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র আরও জানান, ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। প্রাথমিক তদন্তে ভবনটির সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি