আই নিউজ ডেস্ক
মালয়েশিয়ায় মারা গেলেন কোম্পানীগঞ্জের নির্মাণ শ্রমিক
মালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মারা গেলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নির্মাণশ্রমিক মনির উদ্দিন (৪৫)।
রোববার (১৫এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত শনিবার রাত ৭টার দিকে মালয়েশিয়ার কেমেরোন হাইল্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মনিরের ভাগনে ও মালয়েশিয়াপ্রবাসী আব্দুল কাদির বলেন, পাঁচতলা ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে তাঁর মামার মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে এ খবর পান মনিরের স্বজনেরা। মনির উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও মাঝপাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।
আব্দুল কাদির আরও বলেন, ৯ বছর আগে মালয়েশিয়ায় যান মনির। তার দুই মেয়ে, এক ছেলে, স্ত্রী ও বাবা-মা রয়েছেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে চার নম্বর ছিলেন তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর মনিরের বাড়িতে চলছে শোকের মাতম।
মনিরের লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, মনিরের স্বজনদের সঙ্গে কথা বলে লাশ দেশে আনতে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এইউ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি