Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:২৪, ১৮ এপ্রিল ২০২৩

ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা

ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতি রেজনে কম্পানিয়া'র পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

ইতালির নাপলির ভিসুভিয়াসের পাদদেশে পালমায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব সেলিম হাওলাদার। মনির হোসেন বেপারীর পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান মতিনসহ অসংখ্য প্রবাসীর উপস্থিতিতে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কম্পানিয়া'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই সংগঠন প্রবাসীদের সেবায় নিয়োজিত ছিল। তাদের প্রত্যাশা, বর্তমান কার্যকরী কমিটি বিশেষ করে বরিশালবাসীর পাশে দাঁড়িয়ে দেশে এবং প্রবাসে সকল সমস্যার সমাধানে কাজ করে যাবে।

বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কম্পানিয়া'র নব নির্বাচিত সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হাওলাদার, সিনিয়র সহসভাপতি হোসেন শরিফ, সহ-সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক নুর নবী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি আসাদ খান, ইব্রাহিম মিজি মুন্না, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বেপারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, শাহ জালাল, দফতর সম্পাদক আক্তার হোসেন তোতা মিয়া, সহ-দফতর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক, সহ প্রচার সম্পাদক আলোক মোল্লা, মো. খোকন, কোষাধ্যক্ষ মো. আলী ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমির হোসেনের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সকলের সহযোগিতায় বরিশালবাসীর প্রাণের সংগঠন বরিশাল বিভাগীয় রেজিয়নে কাম্পানিয়া প্রবাসীদের কল্যাণে ও সকল উন্নয়নে কাজ করে যাবে। আলোচনা সভা শেষে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশ নেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়