আই নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করলেন শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে অবতরণের কিছু সময় পরই নেতাকর্মীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা।
বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াশিংটন (মেট্রো) আওয়ামী লীগের সেক্রেটারি মো. আজম, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ড. মো. আহাদ হোসাইন, সেক্রেটারি জে আই রাসেল এবং ভার্জিনিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবা রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৈঠক সম্পর্কে জে আই রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।
জে আই রাসেল বলেন, প্রধানমন্ত্রী আমাকে আগামী নির্বাচনে ঢাকা ১২ ও ১৭ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন। আমি বলেছি দলের যে কোনো সিদ্ধান্ত মানতে আমি প্রস্তুত। এখন দেখা যাক সামনে কি হয়।
এদিকে আজ ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদরদফতরে ঋণদানকারী সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ ছাড়া ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক সেমিনারে তিনি একটি নিবন্ধ উপস্থাপন করেছেন। যেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করেছেন।
এর আগে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ করেছেন। আগামীকাল ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করবেন। পরে ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের গোলটেবিল আলোচনায় মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এ ছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি