Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

প্রকাশিত: ১৩:৩৪, ৩ মে ২০২৩

ইতালিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

প্রবাসীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ইতালির জেনোভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা এসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। খেলাধুলা, মধ্যাহ্নভোজসহ নানা আয়োজনে দিনটি অতিবাহিত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের জেনোভার সভাপতি মো. সোহেল কাবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলামের পরিচালনায় পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে চামচ দৌড়, বয়সভিত্তিক তিন গ্রুপে দৌড়, মহিলাদের নিয়ে মিউজিক্যাল বালিশ খেলা, বল নিক্ষেপ এবং পুরুষদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন- এসোসিয়েশনের সহসভাপতি মো. মোমিনুল হক, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ আলী, কোষাধ্যক্ষ মো. বকুলসহ কোষাধ্যক্ষ সম্পাদক মো. কাওসার কাবির, প্রচার সম্পাদক মো. মহাব্বত, সহপ্রচার সম্পাদক মো. শাহারুল, তথ্য সম্পাদক মো. রুবেল হকসহ তথ্য সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

এছাড়াও স্থানীয় জেনোভার সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। আলোচনা শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং আইফোন প্রথম পুরস্কারসহ খেলাধুলায় বিজয়ী ও লটারিতে বিজয়ীদের মধ্য এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য সবাইকে এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়