আই নিউজ ডেস্ক
বার্লিনে বর্ণিল বর্ষবরণ উৎসব
বাঙালি মাত্রই অপেক্ষায় থাকে বাংলা বর্ষবরণ উৎসবের। তা দেশে-প্রবাসে সর্বত্র। ইউরোপে এখনো খানিকটা শীতের আমেজ। বাংলার মতো কাঠফাটা গরম এখানে নেই, তবে মনে আছে বৈশাখের উষ্ণতা। বার্লিনের উরবান সড়কের একটি বড় মিলনায়তনে যেন বাংলাদেশের আবহাওয়ার আমেজ।
বার্লিনে বাঙালি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এই বর্ণিল বর্ষবরণ উৎসবে হাজির হয়েছে বার্লিনসহ জার্মানিতে বসবাসরত বিভিন্ন শহরের প্রবাসী বাঙালিরা। বর্ষবরণ উৎসবটি বর্ণিল আর ছন্দময় করার জন্য আয়োজকেরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছেন। মঞ্চে টানানো হয়েছিল হাতে আঁকা বিশাল ব্যানার ‘শুভ নববর্ষ’। প্রবাসের এই আয়োজন যেন বলছে, নববর্ষ নবজীবনের দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে শিল্পীরা গেলেন কবিগুরুর বিখ্যাত গান ‘আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরিঘিরি, গাহিবি গান’। তারপর কোনো সময় একক, কখনো দ্বৈত গান, নৃত্য, বাংলা হিপহপ, পুঁথিপাঠ, দেশি পোশাকের ফ্যাশন শো—কোনো কিছুই যেন বাদ নেই।
সবাই জার্মান প্রবাসে বসবাসরত শিল্পী। বাংলা সংস্কৃতির ভক্ত কিছু জার্মান ছেলেমেয়ে নাচগানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনেছিল। অনুষ্ঠানে অংশ নিয়েছে শিশুশিল্পীরাও। এই শিশুদের জন্ম ভিনদেশে। তবু দেশপ্রেম আর বাঙালি সংস্কৃতির টানে নতুন প্রজন্মের বেশ কয়েকটি মুগ্ধ করা নৃত্য ও গান তারা পরিবেশন করে।
বার্লিনের উরবান সড়কের বড় মিলনায়তনে ঠাসা দর্শক প্রায় তিন ঘণ্টার মনোমুগ্ধকর বর্ষবরণ অনুষ্ঠানটি দেখে এই আয়োজনের প্রশংসা করছেন। বার্লিনে বাঙালি সাংস্কৃতিক ফোরামের উদ্যোক্তারা জানান, স্থানীয় শিল্পীদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। এই আয়োজনের সঙ্গে বাইরে ছিল নানা রকম দেশি খাবারে দোকান।
করোনা-পরবর্তী সময়ে বার্লিনে বাঙালিরা বড় ধরনের এ আনন্দময় বর্ষবরণ উৎসবে একটি দিনের জন্য হলেও মেতেছিল বার্লিনসহ দূরদূরান্ত থেকে আসা প্রবাসী বাঙালিরা।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি