সিলেট প্রতিনিধি
আপডেট: ১১:৫০, ৬ মে ২০২৩
ইউরোপের স্বপ্নভঙ্গ, নিঃস্ব হয়ে বাড়ি ফিরলেন সিলেটি তরুণ
দালালের খপ্পরে পড়ে দেশে ফিরে আসা সুরঞ্জিত চন্দ্র দাস।
সিলেটের ফেঞ্চুগঞ্জের তরুণ সুরঞ্জিত চন্দ্র দাস। উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে পরিবারের সঙ্গে বসবাস তাদের। উন্নত জীবন গড়ার জন্য ইউরোপ যাওয়ার স্বপ্নে ধারদেনা করে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। কিন্তু স্বপ্নভঙ্গ তো হলোই, ইউরোপ না গিয়ে বরং নিঃস্ব হয়ে প্রাণ নিয়ে ফিরেছেন দেশের বাড়িতে। দালালের খপ্পরে পড়ে চরম আর্থিক ক্ষতি গুনছে সুরঞ্জিত চন্দ্র দাসের পরিবারকে।
জানা গেছে, কিরগিজস্তানের স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিরগিজস্তানের রাজধানী বিসকেকের মানাস বিমানবন্দর থেকে সুরঞ্জিত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে এসে পৌঁছেন দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায়। সকাল ৮টায় ওই বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন সুরঞ্জিত। দেশে থাকা পরিবারের লোকজনের কাছ থেকে ধারদেনা করে বিমানের টিকেট করে দেশে আসেন এই যুবক।
সুরঞ্জিত চন্দ্র দাস বলেন, ইউরোপের পোল্যান্ড নেওয়ার কথা বলে দালাল আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। কিরগিজস্তানে নেয়ার পর দালাল রুহেল আহমদ ইউক্রেনের ভিসা লাগাবে বলে সে দুবাই চলে আসে। তারপর থেকে সে লাপাত্তা হয়ে যায়।
হতাশা বুকে নিয়ে সুরঞ্জিত বলেন, 'আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সব মিলিয়ে কিরগিজস্তানে দুর্বিষহ জীবন কাটিয়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসতে হয়েছে।'
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি