Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ৭ মে ২০২৩

আসেফ বারী লায়ন্স ডিষ্ট্রিক্ট ২০ আর-২’র ২য় ভাইস গভর্ণর নির্বাচিত

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী লায়ন্স ডিষ্ট্রিক্ট ২০ আর-২’র ২য় ভাইস গভর্ণর পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ডেলিগেটদের ভোটে নির্বাচিত হয়েছেন।

আপস্টেট বাফেলোর ‘বাফেলো কনভেনশন সেন্টারে ২৮ এপ্রিল শুক্রবার থেকে ৩০ এপ্রিল রোববার পর্যন্ত ৩ দিনব্যাপী ৯৯তম নিউইয়র্ক স্টেট মাল্টিপল ডিষ্ট্রিক্ট বার্ষিক লায়ন্স কনভেনশনে এই নির্বাচন সম্পন্ন হয়। নিউইয়র্ক স্টেটের বিভিন্ন লায়ন্স ক্লাবের পাঁচ শতাধিক প্রতিনিধি এবারের কনভেনশনে অংশ নিয়েছিলেন। কনভেনশনে বাংলাদেশী লায়ন্স ক্লাবের ১৪ জন লায়ন সদস্য অংশ নিয়েছেন।

ডিষ্ট্রিক্ট ২০ আর-২’র ২য় ভাইস গভর্ণর পদে নির্বাচনে ৩৭টি ক্লাবের ৭৯ জন ডেলিগেট ভোটে অংশ নিয়েছেন। কুইন্স, ব্রঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড এর বিভিন্ন ক্লাব ডেলিগেটরা এই কনভেনশনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২০২৩ ও ২০২৪ কার্য বছরের জন্যে নেতা নির্বাচন করেছেন। 

কনভেনশনের শেষ দিন ৩০ এপ্রিল রোববার সকালে লায়ন্স মাল্টিপল ডিষ্ট্রিক্ট এর বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দুপুরে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। নির্বাচনে জেলা গভর্নর (নির্বাচিত) পদে লায়ন রেমন্ড স্মিথ, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (নির্বাচিত) পদে লায়ন টেরি প্যালাদিনি, ২য় ভাইস গভর্ণর হিসেবে লায়ন আসেফ বারী নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের লায়ন আসেফ বারী টুটুলসহ যোগদানকারী প্রতিনিধি দলে ছিলেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, বর্তমান প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা বারী, সেক্রেটারী লায়ন হাসান জিলানী, ট্রেজারার লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন একেএম রশিদ, লায়ন নুরুল আজিম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোহাব্বত আকন,লায়ন আলমগীর খান আলম, লায়ন আবদুর রশীদ বাবু, লায়ন গোলাম এন হায়দার মুকুট প্রমুখ।

লায়ন আসেফ বারী এই বিজয়ে সহযোগীতার জন্যে ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ব পালনে নিজেদের ক্লাবসহ বিভিন্ন সহযোগী লায়ন্স ক্লাবের সক্রিয় সহযোগীতা কামনা করেছেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়