আই নিউজ ডেস্ক
বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে বিদেশিরা
বর্তমান বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ। শতাধিক ইকোনমিক জোনে রয়েছে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ক্রাউন প্লাজার বল রুমে ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিদেশিদের কাছে এসব কথা তুলে ধরেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পোঁছাবে বাংলাদেশ। সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। ফলে অনেকেই বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে। স্মার্ট বাংলাদেশ গঠন এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মনসুর আইয়াদ আল ওতাইবি, কুয়েতে বিভিন্ন দেশের মিশনের রাষ্ট্রদূত, কূটনৈতিক, কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, স্থানীয় প্রেস মিডিয়া ও বাংলাদেশের জাতীয় মিডিয়ার সংবাদকর্মীরাসহ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য প্রায় চার শতাধিক অতিথি। পরিশেষে প্রবাসী বাংলাদেশিদের হাতে তৈরি করা রকমারি পিঠা ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি