Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

দুবাই প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ২১ মে ২০২৩

দুবাইয়ে এনআইডি কার্যক্রমের উদ্বোধন, নিবন্ধন শুরু জুনে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এ কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সুযোগ নিশ্চিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীরা কনস্যুলেটে স্থাপিত ভোটার নিবন্ধন সিস্টেম কর্মসূচিতে কাজ করবেন।

আগামী জুন মাসের শুরুতেই দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংগ্রহ করতে পারবেন। 

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনা করেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব বদরুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব ও হেড অব চেন্সারি মোজাফ্ফর হোসেন ও দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির প্রমুখ।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়