নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে হ-ত্যা-র হু.মকি; কানাডায় প্রতিবাদ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার বেলা ১২ টায় এক প্রতিবাদ সভার আয়োজন করে টরেন্টোতে বসবাসরত আওয়ামী লীগ নেতারা। এসময় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বক্তারা বলেন, কাদের নির্দেশে এ ধরনের ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন, তাদেরকেও খুঁজে বের করে আইনের আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। নেত্রীকে নিয়ে কোন প্রকার নেগেটিভ বক্তব্য প্রবাসী সৈনিকরা মেনে নিবে না। এসময় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন- সাবেক ভিপি বাকসু ও অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার আলম কামাল, এস বি আব্দুল হামিদ, কানাডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক করিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি এ এম তোহা প্রমুখ।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি