Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২২ মে ২০২৩

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নর্থাম্পটনে আলোচনা সভা

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্যের নর্থাম্পটনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার (২১ মে) রাতে শহরের আরমিন্টাস রেস্টুরেন্টে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটি নর্থাম্পটন আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম আবদুর রুপ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনে ও আনোয়ার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমেন্টি আওয়ামী লীগের সভাপতি মখদছ আলী, কমেন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, কমিউনিটি নেতা ড. নাজ ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক টিপু রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রুপা মিয়া, কমিউনিটি নেতা জুয়েল আহমদ, লন্ডন মহনগর যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম।

এ সময় বক্তব্য রাখেন, লন্ডন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি শপন সিকদার,  সদস্য আদনান রহমান ও  নিজাম উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন শেফিল্ড আওয়ামীলীগ নেতা নাজমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব আহমদ, এনবিএ সভাপতি আকিক মিয়া, বার্মিংহাম আওয়ামীলীগের নেতা মুস্তাক আহমদ প্রমুখ।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়