Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৫ মে ২০২৩

অস্ট্রেলিয়ার রাজধানীতে বৈশাখী মেলা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। ২০ মে ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী বিশাল এই আয়োজন করা হয়।

সকাল ১০টায় জনসমাগম শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশিদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলার মূল আয়োজনে ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা। মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল দেশীয় পণ্যের স্টল। ভিড় লেগে যায় বাংলাদেশিদের ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোয়।

প্রবাসের সময়স্বল্পতার কারণে যথাসময়ে বৈশাখ উদ্‌যাপন করা না গেলেও বৈশাখী মেলার আয়োজন সেই ক্লান্তি কমিয়ে দিতে পেরেছে বলে আশা মেলার আয়োজক সংগঠন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়