Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মিশিগান প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৯, ২৯ মে ২০২৩
আপডেট: ০০:০৫, ৩০ মে ২০২৩

ওয়াশিংটন ডিসি কাউন্সিলর আরিফা রহমান রুমাকে সম্মাননা প্রদান

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়াশিংটন ডিসির কাউন্সিলর আরিফা রহমান রুমাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার (২৭ মে) মিশিগানের হ্যামট্রমিকস্থ আল মদিনা রেষ্টুরেন্ট হল রু‌মে 'মি‌শিগান বাংলাদেশি কমিনিটির' উ‌দ্যো‌গে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রধান সিনেটর পল ওয়নো ও মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোনের পক্ষে ট্রিবিউট পড়ে হস্তান্তর করেন টেন কংগ্রেসনাল ডেলিগেট ও ফিজারেল শিক্ষা বোর্ডের ট্রাস্টি ড. খাজা শাহাব আহমদ। 

মিশিগান বাংলাদেশি কমিউনিটির অন‌্যতম নেতা নজরুল রহমানের আয়োজনে অনুষ্ঠান পরিচালনা ক‌রেন এডভোকেট দীপক চৌধুরী।

এ সময় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানের প‌র আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়