Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আরব আমিরাত প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ৩১ মে ২০২৩

আমিরাতে এনআইডি প্রদান কার্যক্রম শুরু

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে আটজন প্রবাসীকে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

দেশটিতে এই কার্যক্রম সফল হলে প্রায় ৪০ দেশে ধারাবাহিকভাবে এনআইডি প্রদানের কাজ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির।

তিনি বলেন, পাসপোর্টের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র হলে প্রবাসীদের সমস্যা লাঘব হবে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম হুমায়ুন কবির বলেন, দেশ আজ সমৃদ্ধ ও অনেকদূর এগিয়েছে। প্রবাসীদের সরকার অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ দ্রুত চলমান রয়েছে। টেকনিকাল সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

মতবিনিময়ে সভাপতিত্বে করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এতে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত, প্রবাসী বৈদেশিক মন্ত্রণালয় সিনিয়র সচিব সরোয়ার আলম।

এসময় প্রজেক্টরের মাধ্যম প্রবাসীদের এনআইডির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া দেখানো হয়।

আই নিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়