Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

যুক্তরাজ্য প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৪ জুন ২০২৩

লন্ডনে কুমিল্লাবাসীর উদ্যোগে অভিবাসন বিষয়ক সেমিনার

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে জনশক্তি রপ্তানিতে কুমিল্লা জেলার অবস্থান শীর্ষে। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় বিশ্বের ১৭২টি দেশে প্রায় ১০ লাখ অভিবাসী বাংলাদেশ ছেড়েছেন শুধু কুমিল্লা জেলা থেকে, যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার অভিবাসন প্রত্যাশী নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন। 

ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধ পথে দক্ষ জনশক্তি রপ্তানিকে উৎসাহিত করতে সম্প্রতি লন্ডনে ‘মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ : অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীদের সংগঠন এক্সপেটস অব কুমিল্লা ইন দ্য ইউকে। সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদমিক কেয়ার ইউকের প্রধান নির্বাহী রুহুল আমীন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদের পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সলিসিটর আনোয়ার খান, অভিবাসন বিশেষজ্ঞ বিধান গোস্বামী, বাংলাদেশ 'ল' অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শাহ আলম সরকার, আইওন টিভির সংবাদ পাঠিকা বর্নালী বর্না, তেপান্তর গ্রুপের পরিচালক সোহেল করিমসহ অন্যান্যরা। 

লন্ডনে কুমিল্লাবাসীর উদ্যোগে অভিবাসনবিষয়ক সেমিনারে আলোচনাকালে বক্তারা অভিবাসী জনগোষ্ঠীর ইংরেজি ভাষার দক্ষতা ও পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। 

যুক্তরাজ্যের কেয়ার হোম রিদমিক কেয়ারের প্রধান নির্বাহী রুহুল আমীন বলেন, যুক্তরাজ্যে কেয়ারার হিসেবে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ অন্যান্য দেশের তুলনায় কম। এর একমাত্র কারণ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও ইংরেজি ভাষার দুর্বলতা। ইংল্যান্ডের স্বাস্থ্য খাতে ও কেয়ার সেক্টরে কাজের সুযোগ থাকলেও শুধু দক্ষতার অভাবে বাংলাদেশিরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 

বক্তারা জনশক্তি রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিও গুরুত্বারোপ করেন।

আলোচনাকালে বক্তারা কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের দাবিকে জোরালো করতে লন্ডন থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্যোগের কথা জানান। কুমিল্লা সদরের এমপি মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের লন্ডন সফরকে কেন্দ্র করে এই গণস্বাক্ষর কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। পরে ‘এক্সপেটস কুমিল্লার’ পক্ষ থেকে অতিথিদের হাতে ফুলেল শুভেচ্ছা উপহার তুলে দেন শৈশব আহমেদ, এম ডি জে খোকন ও খালেদুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন বিলেতের প্রখ্যাত সংগীতশিল্পী শম্পা দেওয়ান।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়