Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

প্রকাশিত: ২০:১৩, ৪ জুন ২০২৩

পাদোভায় বাংলাদেশ কমিউনিটি নির্বাচনে স্বপন-শাখাওয়াত প্যানেল জয়ী

ইতালির পাদোভায় বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন-শাখাওয়াত প্যানেল জয়ী হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ঘিরে আনন্দঘন সৃষ্টি হয়। প্রবাসে দেশীয় আমেজে এই ধরণের নির্বাচন আয়োজন এবং সুষ্টভাবে সম্পন্ন করে এক নজির স্থাপন করেছেন পাদোভা নির্বাচনী পরিচালনা কমিটি যা প্রবাসীদের প্রশংসা পেয়েছেন।

দিনব্যাপী ভোটারদের ভোটগ্রহণ শেষে ভোর পাঁচটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

ভোটে সভাপতি পদে বাংলাদেশ প্যানেলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্যানেল ৪৮৭ ভোট বাংলাদেশ ঐক্যজোট প্যানেলের সভাপতি সম্পাদক প্রার্থীদের প্যানেলকে পরাজিত করে।

এই ফলাফলে উভয় প্যানেলের প্রার্থীরা সম্মান জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনে জয়ী বাংলাদেশ প্যানেলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটারদের প্রতি ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়াতে নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে পরাজিত প্রার্থীদের নিয়ে একটি স্বচ্ছ সুন্দর পাদোভা প্রবাসীদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটারের মধ্য ২১৮৩ ভোট প্রদান করেন। এর মধ্য পুরুষ ভোট ১৭০৪ এবং মহিলা ৪৭৯ ভোট।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়