Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

পর্তুগাল প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ৭ জুন ২০২৩

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডেইলি স্টারের পর্তুগাল কন্টিবিউটর রাসেল আহম্মেদ সভাপতি এবং এটিএন বাংলা ইউ কের সাধারণ সম্পাদক শহীদ আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় নতুন কমিটি করা হয়।

পর্তুগালে বসবাসরত বাংলা মিডিয়ার সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের পর্তুগাল সরকারের রেজিস্ট্রার সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহ মোহাম্মদ তারভীরকে। পরবর্তীতে সবার মতামত ও পরামর্শক্রমে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভার সভাপতিত্ব এবং নির্বাচন পরিচালনা করেন।

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমান যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ এবং কার্যকরি কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ঢাকা পোস্টের ফরিদ আহমেদ পাটোয়ারী ও ঢাকা টাইমস ও বাংলাদেশ প্রতিদিনের রনি মোহাম্মদ।

সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি, ব্যুরো প্রধান পর্তুগাল, দৈনিক ভোলার বানী। সহ-সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম, আরটিভি পর্তুগাল প্রতিনিধি, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, প্রবাস কথা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ইত্তেফাক, এনামুল হক, একুশে টিভি অনলাইন, মো. আবু সাঈদ, জাগো নিউজ পর্তুগাল প্রতিনিধি।

সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ, দৈনিক আমাদের সময়, প্রচার সম্পাদক মহিউদ্দিন, আটলান্টিক টিভি পর্তুগাল, দফতর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, পর্তুগাল বাংলা টিভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী, চট্টগ্রামের সময় এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল।

উল্লেখ্য, পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশটির সরকারের রেজিস্ট্রেশন নিয়ে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিসহ স্থানীয় খবরাখবর বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বিভিন্ন মিডিয়াতে পরিবেশন করে আসছে। এর পাশাপাশি কাজ করেছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট, সিটিজেন জার্নালিজম ও ডিজিটাল লিটারেসি নিয়ে পর্তুগিজ সরকারসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে। নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তার সদস্য ও কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়