Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ব্রুনাই প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ৮ জুন ২০২৩

ব্রুনাইয়ে বাংলাদেশিদের ডাটাবেজ তৈরির উদ্যোগ

ব্রুনাই দারুসসালামে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী কার্যালয়ে ডাটাবেজ তৈরির বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রুনাই নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মাঝে একটি করে নমুনা ফরম বিতরণ এবং ফরমটি কিভাবে পূরণ করতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত বলেন, ডাটাবেজ থাকলে কোনো প্রবাসীর জরুরি প্রয়োজনে তাদের পরিবার ও নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্তাদের সাথে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে। এছাড়া ডাটাবেজ তৈরির বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই কার্যক্রম এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রদূত।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়