ফ্রান্স প্রতিবেদক
ফ্রান্সে ভাষা ও সংস্কৃতি মেলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে উবারভিলিয়ে শহরে অনুষ্ঠিত হলো বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত ভাষা ও সংস্কৃতি মেলা। এই শহরের ৫৭টি ভিন্ন ভাষার জনগোষ্ঠী এই মেলায় অংশ নেয়।
গত রোববার (৩ জুন) স্থানীয় সময় দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী ফ্রান্স সংসদ নিজ দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে।
অন্য ভাষাভাষী মানুষের সাথে উদীচীর স্টলের বিশেষ আকর্ষণ ছিল বাংলা নববর্ষ উৎসবে শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনী, যার বিষয় ছিল বাংলাদেশ।
২০১১ সালে উদীচী ফ্রান্স সংসদের উদ্যোগে ৫টি ভাষার জনগোষ্ঠীকে নিয়ে ’৫২-র মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই আয়োজন শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১২ ও ২০১৩ উদীচীর একক উদ্যোগে এই আয়োজন হলেও ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত মেরি ও উদীচী ফ্রান্স সংসদ যৌথভাবে এই আয়োজন করে আসছিল উবারভিলিয়ে শহরের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সাথে নিয়ে।
২০১৭ সাল থেকে আয়োজনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ার মেরি ফ্রান্স উদীচীকে উদ্যোক্তা হিসেবে রেখে শহরের সব জাতীগোষ্ঠীকে সাথে নিয়ে এই মেলা বৃহৎ আঁকারে শুরু করে।
ভাষা ও সংস্কৃতি মেলার উদ্বোধন করেন উবারভিলিয়ে শহরের মেয়র। ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রেসিডেন্ট কার্লোস সামদুর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স উদীচীর সভাপতি কিরণময় মণ্ডলসহ শহরের বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণ।
ভাষা ও সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী ফ্রান্স সংসদ এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্রছাত্রীরা ’৫২ ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ সংগীত পরিবেশন করেন। এর পাশাপাশি শিল্পীরা আরও একটি গান ও দুটি নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের সহ-সভাপতি রোজী মজুমদার, নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের নৃত্য বিভাগের নির্বাহী সম্পাদক জি এম শরিফুল ইসলাম।
এবারের আয়োজনে ৫৭টি ভাষার জনগোষ্ঠী অংশ নেয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শহরের বিভিন্ন জাতিগোষ্ঠী ছোট ছোট স্টলের মাধ্যমে তাদের দেশে শিক্ষা ও সংস্কৃতি সবার সামনে তুলে ধরে।
এই ভাষা ও সাংস্কৃতিক মেলায় যেসব ভাষার সংগঠন অংশগ্রহণ করে- বাংলা, সোনেনকি, তামুল, কুর্দি, মান্ডারিন, চাইনিজ, আরব, তামাযিত, বামবারা, পর্তুগিজ, ইংরেজি, লিংগালা, ক্রেওলা, হাছছানা, সোনাকি, ফিফে, হাইতিয়ান খ্রেয়ল, কাবিল, সের্ব, বেতে, বেরবের, ফসে, কেচ্চুয়া, ভ্রতো এবং স্পেনিশসহ আরও অনেক।
আইনিউজ/ই.উ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি