কানাডা প্রতিবেদক
কানাডার আলবার্টার ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন রুপক
কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবাসী রাসেল রুপক। এই পদে তিনিই প্রথম বাংলাদেশি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
আথাবাসকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারর্শিপ, রিসার্চ এবং বারসারী অন্তর্ভুক্ত।
রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বোর্ড অফ গভর্নেন্স এ প্রতিনিধিত্ব করেন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আথাবাচকার মাস্টার্স অফ সায়েন্স ইনফরমেশন সিস্টেমে অধ্যয়নরত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে থিসিস করছেন।
এছাড়া তিনি ক্যালগেরি ফিশ অ্যান্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।
মানবসেবার প্রত্যয়, অদম্য সাহস আর মনোবল নিয়ে ২০০২ সালে উন্নত শিক্ষার জন্য তিনি কানাডার নোভাস্কোশিয়া প্রদেশের কেপ ব্রিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রবাসী রাসেল রুপক কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া তিনি বাংলাদেশ থেকে আগত নতুন ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে থাকেন।
কমিউনিটির অব্যাহত সেবার পাশাপাশি ভবিষ্যতে রাসেল রুপক নতুন আসা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব, প্রয়োজন শুধু মনোবলের।
ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য তিনি বলেন, জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই, সেই সঙ্গে মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে।
রাসেল রুপক বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে বসবাস করছেন এবং এনার্জি সেক্টরে অয়েল অ্যান্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।
আইনিউজ/ই.উ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি