Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কানাডা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ১৩ জুন ২০২৩

কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যালের লোগো উন্মোচন

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বহু ভাষাভাষী সংস্কৃতির এবং নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে ‘বাংলাদেশ ফেস্টিবেল আলবার্টা’র লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ক্যালগেরির প্রেইরি ওয়েস্টার্ন কলেজ। মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।

এ সময় আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য মেগা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের নেতারাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, কোভিড পরবর্তী দীর্ঘ বিরতির পর আমরা সবাই আবার একত্রিত হতে যাচ্ছি বাংলাদেশ ফেস্টিভ্যালের মধ্যদিয়ে। আমাদের সংস্কৃতির বলয় বহু ভাষাভাষী সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই এবার আমরা দুই দিনব্যাপী মেগা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সহ-সভাপতি কাজী জুনায়েদ বলেন, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে আমাদের সাথে অন্যান্য প্রদেশ এবং শহরের প্রবাসী বাঙালিওরাও অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য সংস্কৃতির মানুষেরাও অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, বিশাল বাজেটের এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই আমরা কমিউনিটি থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সবার সহযোগিতা নিয়েই আমরা ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ সফল করে তুলতে চাই।

সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে তানিয়া ইপা বলেন, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে, এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন আসছেন। এছাড়া আমাদের অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে যাতে সব শ্রেণির দর্শক মুগ্ধ হন।

মেগা এই অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন ছাড়াও বাংলাদেশের ইমরান, কনা, মুজাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়