Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মালদ্বীপ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ জুন ২০২৩

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিদর্শন করলেন হাইকমিশনার 

মালদ্বীপের কুলুধুফুসী শহরে কর্মরত বাংলাদেশী অবৈধ কর্মীদের বৈধকরণের সহায়তা চাইলেন ওই শহরের মেয়র আহমেদ আতিফের কাছে। এছাড়া বাংলাদেশী শ্রমিকদের অধিকার রক্ষা, বিনোদন ও চিকিৎসায় সহায়তা চাওয়া হয়েছে ওই শহরের মেয়রের কাছে।

মালদ্বীপের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ৮ জুন থেকে ১০জুন পর্যন্ত মালদ্বীপের কুলুধুফুসী আইল্যান্ড ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাইকমিশনার কুলুধুফুসী শহরের মেয়রের কাছে সহায়তা চান। এসময় হাইকশিনের কাউন্সিলর (শ্রম) সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। 

কুলধুফুসী সিটি মেয়র আহমেদ আতিফ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের সমস্যাগুলো মেয়র মনযোগসহকারে শোনেন এবং তিনি আশ্বাস দেন। 

১০ জুন নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন হাইকমিশনার। আইল্যান্ডে হাউজিং প্রজেক্ট ও কৃষি প্রকল্পে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করেন। 

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়