Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

পর্তুগাল প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ৩ জুলাই ২০২৩

পর্তুগালে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পর্তুগালে প্রবাসীদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল-এর উদ্যোগে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এর আয়োজন করা হয়েছে। এতে দুই গ্রুপে ৬টি করে মোট ১২টি দল গ্রুপ পর্যায়ে খেলবে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো, মার্তিম মুনিজ ওয়ারিয়র্স, ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর এলিভেন ফাইটার্স ও শাইনিং কুমিল্লা।

উদ্বোধনী দিনে দুই গ্রুপের একটি করে বারেইরো একাদশ বনাম লিজেন্ডস অব পর্তুগাল ও মার্তিম মুনিজ ওয়ারিয়র্স বনাম ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব-এর খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, লিসবনের চার্জ ডি অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেনসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদ রানার সঞ্চালনায় এর উদ্বোধন ঘোষণা করা হয়।

দুই গ্রুপের শীর্ষ চার দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে। প্রতিটি খেলা হবে ১৬ ওভারে।

অতিথিরা টুর্নামেন্টের সাফল্য কামনা করে প্রবাসে যুব-সমাজকে খেলাধুলায় উৎসাহ দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি তরুণদের সুন্দর জীবন গঠনে সহায়তা করাই হচ্ছে এর প্রধান লক্ষ্য।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়