অনলাইন ডেস্ক
আপডেট: ১৫:৪৮, ৩ জুলাই ২০২৩
মালয়েশিয়ায় কাজের জন্য গিয়ে কর্মহীন শতাধিক বাংলাদেশি
ছবি- সংগৃহীত
মালয়েশিয়ায় চাকরির জন্য গিয়েও কোনো কাজ না পেয়ে দেশটির বেকারের খাতায় নাম উঠেছে শতাধিক বাঙালী প্রবাসী। তারা মূলত ড্যাম্পিং (কাজের কথা বলে নিয়ে কাজ না দেয়া) এর শিকার হয়ে এই অবস্থায় আছেন বলে সম্প্রতি জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
ড্যাম্পিংয়ের শিকার হয়ে কর্মহীন অবস্থায় আছেন একাধিক দেশের বিদেশী কর্মী। যাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাঙালী প্রবাসী রয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মীদের ড্যাম্পিংয়ের বিষয়টি সরকার সিরিয়াস ইস্যু হিসেবে দেখছে বলেও জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামাসহ বেশ কয়েকটি পত্রিকা এমন নিউজ করেছে। ডাম্পিংয়ের শিকার বেশিরভাগই বাংলাদেশি কর্মী এবং তাদেরকে সার্ভিস সেক্টরের পরিচ্ছন্নতা ও ওয়াশিং শিল্পে কাজ করানোর জন্য আনা হয়েছে কিন্তু কাজ দেওয়া হয় নি। এ ধরনের ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে (ইউএস টিআইপি রিপোর্ট) দেশের অবস্থানকেও প্রভাবিত করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন।
তিনি বলেন, বিদেশি কর্মী আনার সঙ্গে জড়িত বিদেশি রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগকর্তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের কোম্পানিকে কালো তালিকাভুক্ত করাসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২৭ জুন বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার বিদেশি শ্রমিকদের সে সব নিয়োগকর্তাদের নিয়োগ করতে অনুমতি দিবে যারা বিদেশি কর্মীর কল্যাণ নিশ্চিত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় ৪০০,০০০ এরও বেশি বিদেশী কর্মী আনা হয়েছে এবং আরো এক লাখ কর্মী প্রয়োজন হবে নির্মাণ, উৎপাদন, পরিষেবা, বৃক্ষরোপণ এবং কৃষি এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে।
এদিকে, মানব সম্পদ মন্ত্রক (কেএসএম) নিয়োগকর্তা বা বিদেশী নিয়োগকারী এজেন্টগুলিকেও ট্র্যাক করেছে যারা সঠিক পরিকল্পনার মাধ্যমে বিদেশী কর্মীদের নিয়োগের জন্য কোটার আবেদন করেছে এবং তাদেরকেই শুধু কোটা অনুমোদন দেওয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি