Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৫ জুলাই ২০২৩

সৌদিতে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফার্নিচার ওয়ার্কশপে আগুন লেগে ৯ বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-হফুফ শহরের বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাসস।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। অন্য দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন-আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামানিক, সাইফুল ইসলাম, রুমান, মো. ফিরোজ সরদার আলী এবং মো. রব হোসেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে দুজন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়