Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ জুলাই ২০২৩

ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক

সম্প্রতি ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভেনিস মারঘেরার সেনট্রো সোশ্যালের হলরুমে প্রায় ৫ হাজার লোকের উপস্থিতিতে এটি অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক হয়। উপদেষ্টা আবদুল মান্নান ও সিনিয়র সদস্য শরীফ মৃধার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

২০১৮ সালে প্রতিষ্ঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেন সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল। তিনি বলেন, ২০১৮ সালে ভেনিসে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর তথা বৃহত্তর কুমিল্লা প্রবাসী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। 

তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আজাদ খানকে অভিনন্দন জানান ও আশা প্রকাশ করেন, পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি দূর্বার গতিতে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উপদেষ্টা নজরুল ইসলাম পাটোয়ারী, উপদেষ্টা হুমায়ুন কবির, কার্যকরী পরিষদের সদস্য আকতারুজ্জামান, ভেনিস আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের সিনিয়র সহ-সভাপতি আক্তার বেপারি, ভৈরব পরিষদ ভেনিসের প্রধান উপদেষ্টা কাসেম মিয়া, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি সহিদুর ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি মোবারক হোসেন, ভেনিস বিএনপির সভাপতি, আব্দুল আজিজ সেলিম, ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলী আক্তার বিপ্লবী, ভেনিস আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডালিম মাহমুদ ডালিম, যুগ্ম আহ্বায়ক মোক্তার মোল্লা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

দ্বিতীয় পর্বে আজাদ খান ও তিশা সুলতানার উপস্থাপনায় ছিল ভেনিসের সেরা মিউজিক শো। বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও পূলক অধিকারীর পরিবেশনায় গানের পর্ব ও সমিতির আকর্ষণীয় লটারির আয়োজন ছিল অত্যন্ত উপভোগ্য ও জমজমাট। হলের বাইরে ছিল বিভিন্ন স্টল ও খাবারের দোকান। 

সবশেষে নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আজাদ খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়