আই নিউজ প্রতিবেদক
সৌদি প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে, জামাইকে চোখে দেখা হলো না রিপার!
মুঠোফোনে নি হ ত স্বামীর ছবি দেখে ঢুকরে কেঁদে ওঠছেন রিপা। ছবি- সংগৃহীত
তরুণী মরিয়ম বিবি রিপার বিয়ে হয়েছে নয় মাস আগে। যার সাথে বিয়ে ঠিক হয় তিনি সৌদি প্রবাসী। ফলে সিদ্ধান্ত হয় মোবাইলে কলের মাধ্যমে বিয়ে হবে তাঁদের। বিয়ে হলো ঠিকই। কিন্তু বিয়ের পর স্বামীকে চোখে সরাসরি দেখার আগেই বিধবা হয়ে গেলেন তরুণী রিপা! সৌদিতে একটি ফার্নিচার শপে আগুন লেগে পুড়ে মারা গেছেন রিপার স্বামী রুবেল। সেই কষ্টেই বুক কাঁপিয়ে কাঁদছেন এই তরুণী।
সংসার করার আগেই যে সৌদিতে আগুনে পুড়ে মারা গেছেন তাঁর স্বামী রুবেল। অসময়ে স্বামী হারানোর বিষয়টি মানতে পারছেন না নববধূ রিপা। মোবাইলে স্বামীর ছবি দেখে আহাজারি করতে করতে রিপা বলেন, ‘স্বামীকে দেখলাম না। সংসারও হলো না। তার আগেই চলে গেলেন। এখন আমি কী নিয়ে বাঁচব।’
শুক্রবার (১৪ জুলাই) সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি মারা যান। এর মধ্যে রাজশাহীর বাগমারার রুবেল হোসাইনও রয়েছেন।
শনিবার (১৫ জুলাই) এ তথ্য জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস। নিহত রুবেল হোসাইন বাগমারা উপজেলার বরাইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে।
জানা গেছে, প্রায় ৬ বছর আগে সৌদিতে যান রুবেল। প্রায় ৯ মাস আগে পাশের গ্রাম বারিহাটির মরিয়ম বিবি রিপাকে মোবাইলে বিয়ে করেন তিনি। কিন্তু সংসার করার আগে সৌদিতে পুড়ে মারা যান রুবেল। অন্যদিকে স্বামী হারানো বিষয়টি মানতে পারছেন না নববধূ রিপা।
আহাজারি করতে করতে নববধূ রিপা বলেন, ‘স্বামীকে দেখলাম না। সংসারও হলো না। তার আগেই চলে গেলেন। এখন আমি কী নিয়ে বাঁচব।’
নিহত রুবেল হোসাইনের বাবা জফির উদ্দিন বলেন, শনিবার সকালে খবর পেয়েছি আমার ছেলে মারা গেছেন। ৬ বছর আগে ছেলেকে বিদেশে পাঠানো পাঠাই। কয়েক মাস আগে মোবাইল ফোনে পাশের বারিহাটি গ্রামের রিপা বিবির সঙ্গে বিয়ে হয় রুবেলের। স্ত্রীর সঙ্গে দেখাও হয়নি তার। কোনো ভাবেই এ মৃত্যু মেনে নিতে পারছি না।
উপজেলা সহকারী কমিশনার সুমন চৌধুরী জানান, সরকারিভাবে নিহতের পরিবারে সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে তাদের কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি