Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিউইয়র্ক প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১৬ জুলাই ২০২৩

নিউইয়র্কের বইমেলায় তসলিমা নাসরিন

বাংলাদেশের নির্বাসিত কবি ও লেখক তসলিমা নাসরিন গত ১৫ জুলাই নিউইয়র্ক বাংলা বইমেলায় গিয়েছিলেন। ওইদিন ছিল মেলার দ্বিতীয় দিন। প্রায় সোয়া দুই ঘণ্টার মতো মেলায় অবস্থান করেন তসলিমা। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এসময় তসলিমা নাসরিনের সঙ্গে ছবি তুলতে এবং কথা বলতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগে যায়। লেখক হাসিমুখে সবার সঙ্গে ছবি তোলেন এবং নানা প্রশ্নের উত্তর দেন।

এবারের নিউইয়র্ক বইমেলায় সুবীর চৌধুরী ও নুরজাহান বোসকে আজীবন সম্মাননা দেওয়া হয়। স্মারক সম্মাননা পেয়েছেন মেলার উদ্বোধক ও কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডা. সিতারা বেগম বীর প্রতীক।

স্থানীয় সময় মেলার দ্বিতীয় দিন শনিবার (১৫) বন্ধের দিন হওয়ায় মেলাপ্রাঙ্গণে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত চারদিনব্যাপী এ বইমেলার পর্দা নামবে আগামীকাল ১৭ জুলাই।

বইমেলায় গিয়ে তসলিমা নাসরিন বলেন, আমি ঢাকা ও কলকাতার বইমেলায় যেতে পারি না ৩০ বছর ধরে। অথচ আমি বাংলায় লিখি। কিন্তু আমার বইমেলায় যাওয়ার অধিকার নেই। তবে অন্যান্য ভাষাভাষির বইমেলায় আমি যাই। অনেক সময় উদ্বোধনও করেছি। নিউইয়র্ক বাংলা বইমেলায় এসে খুব ভালো লাগছে। পুরোনো প্রকাশকদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক নতুন বই দেখছি।

তিনি বলেন, এই যে বলা হয় আমাকে মেরে ফেলবে, আমার বিরুদ্ধে প্রচুর মানুষ- কই, আমি তো এখানে এসে দেখলাম কত মানুষ এলো, কত মানুষ আমাকে ভালোবাসে, কত মেয়েরা এসে বললো তারা আমার বই পড়ে, আমাকে ভালবাসে- এ বিষয়গুলোই সবচেয়ে বেশি ভালো লেগেছে।

মেলায় বাংলাদেশ থেকে অংশ নেয় ২৫টি প্রকাশনা সংস্থা। বন্ধের দিনে ভালোই বিক্রি হয়েছে বই। মেলা উপলক্ষে আদনান সৈয়দের সম্পাদনায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ সংকলন। মেলা প্রাঙ্গণের সমরেশ মজুমদার মঞ্চে দেওয়া হয় আজীবন সম্মাননা।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়