Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৩ জুলাই ২০২৩

জুলাইর ২১ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা  

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন অর্থবছরের (২০২৩-২৪) জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। দেশী টাকার হিসেবে যা প্রায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার।

আজ রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এরমধ্যে এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। 

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর বাইরে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক তাদের তথ্যে জানিয়েছে, জুলাই মাসের ১৫ থেকে ২১ জুলাই দেশে এসেছে ৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। আর চলতি মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।
 
এর আগের বছর অর্থাৎ, ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়