Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কানাডা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২ আগস্ট ২০২৩

কানাডায় সিলেট অ্যাসোসিয়েশনের বনভোজন

কানাডায় সিলেট অ্যাসোসিয়েশন অব কেলগেরি আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার স্টেট মোড় শহরের কাছে কিন্সমেন পার্কের সবুজ বনায়নে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয়। 

অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিসিএওসির সভাপতি কয়েস চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই বনভোজনের আয়োজন করা হয়েছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে বিসিএওসির সাধারণ সম্পাদক শুভ্র দাস বলেন, সিলেটের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক রক্তের, আমার সম্পর্ক ভালোবাসার। এখানে এসে সিলেটের মানুষের সংস্পর্শে দারুণ লাগছে।  

বনভোজনে বিভিন্ন রকম খেলাধুলার পাশাপাশি ভাওয়ালী, ভাটিয়ালিসহ সিলেট অঞ্চলের নানা রকম নাচ-গান ও সংগীত পরিবেশন করা হয়। বিশিষ্ট সংগীতশিল্পী গুরুপ্রসাদ হুম চৌধুরী গান পরিবেশন করেন। চেরী শাহেদ ও শিশুশিল্পীদের নাচ-গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। 

অ্যাসোসিয়েশন তিনজন কৃতি সিলেটিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড জিও সাইন্টিস্ট অ্যাসোসিয়েশনের কেলগেরি চ্যাপ্টারের চেয়ার নির্বাচিত হওয়ায় প্রকৌশলী মোহাম্মদ কাদিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফি মাহমুদ।

কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুইন এলিজাবেথ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে জুবায়ের সিদ্দিকীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউ ইয়র্কে বসবাসকারী প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও বাংলাদেশের স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধি সবুতারা বেগম। 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব কেলগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় কয়েস চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হবিগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব সাবেক ব্যাংকার সূধাময় চৌধুরী। অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক দত্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান দীপু কেলগেরি প্রবাসী সকল সিলেটিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাত ৯টায় আনন্দ মহামিলনের সমাপ্তি ঘোষণা করেন।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়