আই নিউজ ডেস্ক
সৌদি আরবে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের মধ্যে যাঁরা দেশে ফিরে আসতে চান তাঁদের দ্রুত ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ। রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত সপ্তাহে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সৌদি আরবের কনসুলারবিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান ইউসুফকে অনুরোধ করেছেন।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে ২৮ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান। রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশি অভিবাসী কর্মীদের মধ্যে অনেকের নামে কর্মক্ষেত্র থেকে পালানোর মামলা (হুরুব) আছে।
আবার অনেকের ‘আকামা’র (কাজের অনুমতি) মেয়াদ শেষ হয়ে গেছে। তাঁদের মধ্যে যাঁরা দেশে ফেরার আবেদন করেছেন তাঁদের সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পেতে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ওই অভিবাসীদের বেশির ভাগ বেকার অবস্থায় দীর্ঘদিন প্রবাসে থেকে আর্থিক সংকটে পড়েছেন। বিদেশে তাঁদের জীবন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। ওই অভিবাসীদের দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ দিতে রাষ্ট্রদূত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি অনেক কর্মী বিভিন্ন অভিযোগে সৌদি আরবের কারাগারে আছেন। তাঁরা তাঁদের পরিবারের উপার্জনক্ষম সদস্য। কারাবন্দি ওই অভিবাসীদের পরিবারগুলো বাংলাদেশে অনেক কষ্টে আছে।
যাঁদের অপরাধ গুরুতর নয়, তাঁদের ক্ষমা করার কথা বিবেচনার জন্য রাষ্ট্রদূত সৌদি উপমন্ত্রীকে অনুরোধ জানান।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফ বলেন, বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী এবং তাঁরা সৌদি অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশি শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি