Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ফ্লোরিডা সংবাদদাতা

প্রকাশিত: ১২:৫১, ১৬ আগস্ট ২০২৩

সেন্ট্রাল ফ্লোরিডা আ. লীগের উদ্যোগে শোক দিবস পালন

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শোকাবহ ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগরে উদ্যোগে অরল্যান্ডো শহরের কেন্দ্রস্থল বোম্বে গ্রীলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ করিমুজ্জামানের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবাল। 

সকল মত ও পথের মানুষের পদাভারে সভাস্থল পরিপূর্ণ হলে সন্ধ্যা সাড়ে ৮টায় মোহাম্মদ নূরের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার শহীদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রবাসী দেশপ্রেমী নাগরিকগণ। 

আলোচনা পর্বে অংশ নেন শাজাহান কাজী, শামসুস তোহা, আকম রুমেল হোসেন, মোহাম্মদ নূর প্রমুখ। 

এই উপলক্ষে প্রধান উপদেষ্টা মাহবুব মিলন এক বার্তায় সকলকে ঐক্যবদ্ধভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে পঁচাত্তরের পৈচাশিক নৃশংস হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট পরাজিত দেশীয় ও আন্তজাতিক চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। 

তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্র, একটি দেশ, একটি মানচিত্র এবং মেহনতি মানুষের মুক্তি আমরা যাঁর নেতৃত্বে পেয়েছিলাম তিনি বঙ্গবন্ধু, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের কারিগর। ইতিহাসের পাতায় জাতির স্বপ্নদ্রষ্টাকে সপরিবারে হত্যার হৃদয় বিদারক নির্মমতার কলঙ্ক জাতি চিরকাল বয়ে বেড়াবে। 

র ক্ত লি প্সু হায়নাদের হ ত্যা কা ণ্ডে র করুণ চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সালেহ করিমুজ্জামান।  শাজাহান কাজী তরুণ প্রজম্মেদের কাছে আহ্বান রেখে বলেন, যাঁর প্রেরণায় স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই মহান নেতার অবদানকে প্রজম্মতরে পৌঁছে দেবার দায়িত্ব নবীনদের নিতে হবে। পনেরো আগস্ট কালরাত বিঘ্নিত করেছিল জাতির অগ্রযাত্রা, কাঙ্খিত স্বাধীনতা, সারভৌমত্ব। এর পুনর্ভাব যাতে না ঘটে, তার জন্য সদা সতর্ক থাকার পরামর্শ দেন আ ক ম রুমেল হোসেন। 

শামসুস তোহা তার বক্তব্যে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলের প্রতি আজ সকল ষড়যন্ত্র জনতা রুখে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সকলের উর্ধে। দেশ ও জাতির শ্রেঠ সম্পদ। তাঁকে সম্মান করা সমগ্র জাতির ও সকল রাজনৈতিক দলের প্রধান  কর্তব্য হওয়া উচিত বলে মন্তব্য করেন কমিউনিটি নেতা মোহাম্মদ আপেল। 

সভাপতি মোয়াজ্জেম ইকবাল বলেন, প্রতিটি অগাস্ট আসে শপথ আর সতর্কতার বার্তা নিয়ে। বঙ্গবন্ধু চিরঞ্জীব। তাঁর ত্যাগ আদর্শ থেকে শিক্ষা নিয়ে সততা দেশপ্রেমের আলো নিজেদের মধ্যে ধারণ করার  পরামর্শ দেন। দেশের চরম সন্ধিক্ষণে প্রবাসে ধৈর্য সহনশীলতা নিয়ে সমস্যা উত্তরণে ও সম্প্রীতির বন্ধন জোরদার করার আহবান জানান। 

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ স্বাধীনতার আত্মহুতি দানকারী বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়