Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৩ আগস্ট ২০২৩

কর্মী ভিসায় নিউজিল্যান্ডে প্রতারণার শিকার বাংলাদেশিরা  

সম্প্রতি অস্থায়ী কর্মী ভিসায় নিউজিল্যান্ডে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ১১৫ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিক। তাদেরকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে দীর্ঘদিন পরেও বেতনভুক্ত কোনো কাজ দেওয়া হয়নি। তাদের সবাইকে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। গত ১৭ আগস্ট নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২২ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

নিউজিল্যান্ড ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তবে কিছু তথ্য জানিয়েছে তারা। কারা তাদের নিউজিল্যান্ডে নিয়ে গেছেন তা জানতে তদন্ত চলছে। তবে এর সঙ্গে বেশ কিছু ব্যক্তি ও কোম্পানি জড়িত বলে জানিয়েছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন।

এ ঘটনায় বিস্তারিত প্রমাণাদি সংগ্রহে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তদন্তকারীরা।

জানা যায়, বাংলাদেশ ও ভারত থেকে ১১৫ জন প্রবাসীর সবাই অ্যাক্রেডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় (এইডব্লিউভি) নিউজিল্যান্ডে গিয়েছিলেন। এই ভিসা ও তৎসম্পর্কিত চাকরির জন্য মোটা অংকের টাকা দিয়েছিলেন ভুক্তভোগীরা। কিন্তু তাদের বেশিরভাগকেই এখন পর্যন্ত কোনো কাজ দেওয়া হয়নি। উপরন্তু অকল্যান্ডে মাত্র ছয়টি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছিল।

এদের মধ্যে কিছু লোক নিউজিল্যান্ড পৌঁছান কয়েক মাস আগে। বাকিরা সম্প্রতি গিয়েছেন।

এদিকে এসব প্রবাসীদের ভারতীয় হাইকমিশন তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, অকল্যান্ডে ভারতীয় কর্মীদের দুর্দশার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের সহায়তা করতে গিয়েছি। কর্মীদের খাদ্য ও কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে এইডব্লিউভি ভিসা চালু করে নিউজিল্যান্ড। গত ১৪ আগস্ট পর্যন্ত ৮০ হাজার ৫৭৬ জনকে এই ভিসা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে স্বীকৃত নিয়োগদাতা রয়েছে প্রায় ২৭ হাজার ৮৯২টি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়