আই নিউজ ডেস্ক
কানাডায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালেন সিলেটের শরীফ
হামলায় নি হ ত শরীফ রহমান। ছবি- সংগৃহীত
কানাডায় অন্টারিও প্রদেশের ওয়েনসাউন্ড ডাউন টাউনে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি প্রবাসী শরীফ রহমান মারা গেছেন বলে জানা গেছে। শরীফের গ্রামের বাড়ি সিলেট ক্যান্টনমেন্টের পাশে বটেশ্বর এলাকায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিও প্রদেশের লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, শরীফ অন্টারিওর ওয়েনসাউন্ড ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্য কারি হাউজ’ রেস্তোরাঁ ব্যবসায় জড়িত ছিলেন। ১৭ আগস্ট সেখানে খেতে আসেন তিনজন ব্যক্তি। সে সময় শরীফ রেস্তোরাঁয় আসা মাত্রই তার ওপর হামলা চালায় তারা। এতে গুরুতর আহত হন শরীফ। উদ্ধার করে তাকে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। এর পর তিনি কানাডায় চলে যান। সেখানে তিনি ২০১৫ সালে ‘দ্য কারি হাউজ’ নামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন।
তার স্ত্রী শায়েলাও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তাদের সাত বছরের একটি মেয়ে আছে। এ ঘটনায় ওয়েনসাউন্ড সিটির মেয়র গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্থানীয় সময় শুক্রবার সিটিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। পুলিশ সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি