Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৮ আগস্ট ২০২৩

আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন আরো ৩১ কর্মী

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার অভিবাসন খরচ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দালালদের দৌরাত্ম্যে পরেও অনেকে বিদেশ যেতে গিয়ে প্রতারিত হচ্ছেন। কিন্তু এইসময়ই সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাচ্ছে আরো ৩১ কর্মী। এই কর্মীদের বিমান টিকিট, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ইন্স্যুরেন্স ও বাসস্থানসহ সকল খরচ বহন করছে মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানি।

রোববার (২৭ আগস্ট) বিকেলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মীদের পাসপোর্ট, ভিসা ও বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেন বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি ও রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর কর্ণধার মো. রুহুল আমিন স্বপন।

বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এই কর্মীরা যাচ্ছে দেশটিতে। সোমবার রাত ২টায় মালয়েশিয়া এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারা।

দেশে একটি ভাল কর্মসংস্থানে ব্যর্থ হয়ে অধিক খরচ দিয়েও যখন অনেকে বিদেশ পাড়ি দিতে পারছেন না, সেখানে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যেতে পারছেন এজন্য আনন্দ প্রকাশ করেন এই কর্মীরা।

রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন জানান, “একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ১৮০ কর্মী বাছাই করা হয়। এদের মধ্যে থেকে দ্বিতীয় ধাপে বিনা খরচে এই ৩১ কর্মীকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে।” তিনি বলেন, আগামীতে একই প্রক্রিয়ায় আরো বেশি কর্মী দেশটিতে পাঠানোর হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমইটি’র মহাপরিচালক মো: শহীদুল আলম এনডিসি বলেন, “বৈধ পথে রেমিট্যান্স আসতে হলে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে হবে, দক্ষ কর্মী পাঠালে রেমিট্যান্স বেশি আসবে। তবে আমাদেরকে স্বল্প খরচেও কর্মী পাঠাতে হবে। তাই আজকের এই উদ্যোগ আমাদের জন্য একটি মডেল হবে।”

অভিবাসন খাতের বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “রিক্রুটিং এজেন্সিগুলো দেশের আইনে সুযোগ না থাকায় বিদেশে মার্কেটিংয়ের জন্য টাকা পাঠাতে পারছে না। এজেন্সি গুলোকে মার্কেটিংয়ের জন্য বিদেশে টাকা পাঠানোর সুযোগ দেয়া হলে আরো ভালো ভালো কর্মসংস্থানের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী পাঠানোর বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি হতো।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস- বায়রা’র সভাপতি মো. আবুল বাশার, মহাসচিব আলী হায়দার চৌধুরী’সহ বিএমইটি ও সংশ্লিষ্ট এজেন্সির অন্যান্য কর্মকর্তারা।

এর আগে (১৯ জুন ২০২৩) প্রথমবারের মতো বেসরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গিয়েছে ২০ কর্মী। বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সা‍‍র্বিক তত্ত্বাবধানে ও জেজি আল ফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এইসব কর্মী গেছে মালয়েশিয়ায়।

ঐদিন সকালে রাজধানী ঢাকার বসুন্ধরায় ‘ক্যাথারসিস কমপ্লেক্সে’ বিনা খরচে মালয়েশিয়া যাওয়া কর্মীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে ক‍‍র্মীদের বিদায় জানিয়েছিলেন, বায়রা’র সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির কর্ণধার রুহুল আমিন স্বপন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম’সহ মন্ত্রণালয় ও বিএমইটির কর্মকর্তারা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়