মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
নিউইয়র্কে শ্রীমঙ্গলের আমেরিকা প্রবাসীদের বনভোজন আজ
বনভোজনের সাজসরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ
প্রতিবারের ন্যায় এবারও শ্রীমঙ্গলের আমেরিকা প্রবাসীদের বনভোজন হয়ে উঠবে 'এক টুকরো শ্রীমঙ্গল'। নিউইয়র্কের গ্লেন আইলেন্ড পার্কের মিলন মেলায় পারিবারিক আনন্দ উল্লাসে মেতে উঠবে শ্রীমঙ্গলের হাজারো মানুষ। আমন্ত্রিত হয়ে অনেকেই যোগ দেবেন এ আয়োজনে। ইতোমধ্যে সকল আয়োজন সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যোগে বনভোজনটি অনুষ্ঠিত হবে আজ রোববার (১০ সেপ্টেম্বর)। আমেরিকা সময় রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে দিনব্যাপী বর্ণাঢ্য এ বনভোজন। গ্লেন আইলেন্ড পার্কের ৩ নম্বর প্যাভেলিয়নে ওয়াইমান এভিন্যু, নিউ রছেল-এ আয়োজিত হবে এ বনভোজন।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর নেতৃত্বে কার্যকরি কমিটির সভায় গঠিত বনভোজন উদযাপন কমিটির আহ্বায়কের দ্বায়িত্ব পালন করছেন মিজানুর রহমান।
যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্বে রয়েছেন আলতাফ হোসেন ও খলিলুর রহমান। সমন্বয়কারীর দ্বায়িত্বে রয়েছেন মোস্তাক এলাহী চমন। সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন ইমদাদুল হক ইপু। সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্থ, ইমরুল কায়েস ফয়েজ বক্স ও সুলতানা পলি। এছাড়াও এক ঝাঁক দ্বায়িত্বশীল সেচ্ছাসেবীর তত্বাবধানে পুরোটা আয়োজন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সমাপ্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকবৃন্দ।
অনুষ্ঠানের সময়সূচী:
- সকালের নাস্তা: ১১ টায়,
- সম্মিলিতভাবে মিলনমেলার উদ্বোধন: ১২টায়,
- ছেলেমেয়েদের খেলাধুলা: ১২টা-২টা,
- দুপুরের খাবার: ২টায়,
- সংগীতানুষ্ঠান ও আড্ডা ৩টা-৬টা,
- পুরষ্কার বিতরনী ও র্যাফেল ড্র: ৬টায়।
আয়োজনকে সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে এম এন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রোনকস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিচ., হাসান মালিক এসকিউ, সোনালী ইনশিওরেন্সও এজেনৃসী, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, কসমিকো যাবতীয় খেলাধুলার স্পন্সর হয়েছেন।
আকর্ষনীয় লটারীতে রয়েছে দামী ও মনোলোভা সব পুরস্কার। লটারীর ১ম পুরস্কার আইফোন ১৫, সৌজন্যে- অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি টেলিভিশন -সৌজন্যে গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস), ৩য় পুরস্কার রোবট ভ্যাকুয়াম অ্যান্ড মপ, সৌজন্যে- হারুন আলী, সোনালী ইন্স্যুরেন্স এজেন্সি, ৪র্থ পুরস্কার ল্যাপটপ, সৌজন্যে ময়নুল ইসলাম, মেগা হোম রিয়েলটি, ৫ম পুরস্কার ল্যাপটপ সৌজন্যে মঈন চৌধুরী, অ্যাটর্নি এট 'ল', ৬ষ্ঠ পুরস্কার : ৪০ ইঞ্চি এইচডি টিভি-সৌজন্যে-আতিকুল ইসলাম জাকির, ফাস্ট এইড হোম কেয়ার, ৭ম পুরস্কার রাইস কুকার, সৌজন্যে-কসমিকো, ৮ম পুরস্কার রাইস কুকার, সৌজন্যে-কসমিকো।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি