Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

কামরুল হাসান শাওন, নর্থাম্পটন থেকে

প্রকাশিত: ১৯:০৩, ১ অক্টোবর ২০২৩

ইংল্যান্ডে বাংলাদেশি শামীমের সবজি বাগানের সফলতা

ইংল্যান্ডে নিজ বাড়িতে করা বাগানের লাউসহ শামীম। ছবি- কে এইচ শাওন

ইংল্যান্ডে নিজ বাড়িতে করা বাগানের লাউসহ শামীম। ছবি- কে এইচ শাওন

শখের বসে বাড়ির আঙ্গিনায় বাগান করে সফলতা পেয়েছেন ইংল্যান্ডের বাসিন্দা বাংলাদেশি সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন এই বাগান উদ্যোক্তা।

এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রায় দুই যুগের বেশি সময় ধরে ইংল্যান্ডে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘ দিন ধরে ধরে ব্রিটেনের নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়িতে বসবাস করে আসছেন তিনি। তাজা শাকসবজি খাওয়ার উদ্দেশ্যে সেই বাড়িতে শখের বসে শুরু করেন দেশীয় শাকসবজি চাষ। ফলন পেতে শুরু করলে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে।

সময়ে সাথে সাথে শামীমের বাগান ভরে উঠেছে বাহারি টাটকা সবজিতে। বাগানে সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, শিম, টমেটো, ডাটা, শসা, কাঁচামরিচ, নাগামরিচ, লেবু, শাক ইত্যাদি। দেখলে মনেই হবে না যে এটি বিলেতের কোন সবজি বাগান। যেন সবুজ উদ্যান এক টুকরো বাংলাদেশ।

পরিবারের চাহিদা মিটিয়ে সবজি-ফল আত্মীয় স্বজন পরিবার বন্ধুদের বিলিয়ে দিচ্ছেন উদ্যোক্তা শামীম। দূরদূরান্ত থেকে অনেকেই আসেন তার সবজি বাগানের সাফল্য দেখতে। অনেকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাই ঘরের প্রাঙ্গনে শুরু করছেন সবজি বাগানের কাজ।

শুধু শখই নয়, ঘরের আঙিনায় বাগান মেটায় প্রয়োজনও। তাই সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার পরামর্শ এই সফল বাগান উদ্যোক্তার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়