কামরুল হাসান শাওন, নর্থাম্পটন থেকে
ইংল্যান্ডে বাংলাদেশি শামীমের সবজি বাগানের সফলতা
ইংল্যান্ডে নিজ বাড়িতে করা বাগানের লাউসহ শামীম। ছবি- কে এইচ শাওন
শখের বসে বাড়ির আঙ্গিনায় বাগান করে সফলতা পেয়েছেন ইংল্যান্ডের বাসিন্দা বাংলাদেশি সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন এই বাগান উদ্যোক্তা।
এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রায় দুই যুগের বেশি সময় ধরে ইংল্যান্ডে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘ দিন ধরে ধরে ব্রিটেনের নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়িতে বসবাস করে আসছেন তিনি। তাজা শাকসবজি খাওয়ার উদ্দেশ্যে সেই বাড়িতে শখের বসে শুরু করেন দেশীয় শাকসবজি চাষ। ফলন পেতে শুরু করলে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে।
সময়ে সাথে সাথে শামীমের বাগান ভরে উঠেছে বাহারি টাটকা সবজিতে। বাগানে সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, শিম, টমেটো, ডাটা, শসা, কাঁচামরিচ, নাগামরিচ, লেবু, শাক ইত্যাদি। দেখলে মনেই হবে না যে এটি বিলেতের কোন সবজি বাগান। যেন সবুজ উদ্যান এক টুকরো বাংলাদেশ।
পরিবারের চাহিদা মিটিয়ে সবজি-ফল আত্মীয় স্বজন পরিবার বন্ধুদের বিলিয়ে দিচ্ছেন উদ্যোক্তা শামীম। দূরদূরান্ত থেকে অনেকেই আসেন তার সবজি বাগানের সাফল্য দেখতে। অনেকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাই ঘরের প্রাঙ্গনে শুরু করছেন সবজি বাগানের কাজ।
শুধু শখই নয়, ঘরের আঙিনায় বাগান মেটায় প্রয়োজনও। তাই সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার পরামর্শ এই সফল বাগান উদ্যোক্তার।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি