আপডেট: ১৯:৪৫, ৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে
জাপানের তোচিগিতে ‘বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ’ বিষয়ক সেমিনার
ছবি- আই নিউজ
টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং টোচিগি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ইউনিডো-আইটিপিও টোকিওর সহযোগিতায় ‘বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়।
স্থানীয় সময় শুক্রবার (৬ অক্টোবর) টোচিগি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জাপানি কোম্পানি এবং জনশক্তি নিয়োগকারী সংস্থার প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে পোশাক শিল্প, চামড়া, পাট, প্রকৌশল, তথ্য প্রযুক্তির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক 'কৌশলগত অংশীদারিত্বে' উন্নীত হয়েছে এবং এর ফলে বাণিজ্য-বিনিয়োগ, মানবসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে।
জাপানে ক্রমহ্রাসমান জনসংখ্যার প্রেক্ষাপটে রাষ্ট্রদূত জাপানের জনশক্তি নিয়োগকারী সংস্থাগুলোকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আহ্বান জানান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তোচিগি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কেনিচি আরাগানে, তোচিগি সিটির ভাইস মেয়র মাসাকি মাশিয়ামা এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র ডিরেক্টর শিনসুকে নাগাই।
জেট্রো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ডিপার্টমেন্টের কাওরু তেরাশিমা বাংলাদেশে ব্যবসার পরিবেশ এবং জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে দাইসুকে কবরি, পরিচালক, মারুসান সাঙ্গিও কো. লি. এবং ইয়াসুও মেগা, প্রেসিডেন্ট, গাকুবুন গ্রুপ কো. লি. বাংলাদেশে তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগের পাশাপাশি এক্ষেত্রে দূতাবাসের সহায়তা সেবা জাপানি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদীন বাংলাদেশের মানবসম্পদ কীভাবে জাপান ও বাংলাদেশ উভয়ের উপকারে আসতে পারে - এ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
-
টোকিওতে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত
-
আমিরাতে ব্যবসায় সাফল্য পাচ্ছেন প্রবাসীরা
সেমিনারে বাংলাদেশ দূতাবাস ও জাপানের বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনার শুরুর পূর্বে তোচিগি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কেনিচি আরাগানে, তোচিগি সিটির ভাইস মেয়র মাসাকি
মাশিয়ামাসহ তোচিগি চেম্বারের একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ করা এবং জনশক্তি আমদানিতে এগিয়ে আসতে তোচিগির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি