কামরুল হাসান শাওন, লন্ডন থেকে
লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)- এর নব নির্বাচিত নেতৃবৃন্দের একাংশ। ছবি- শাওন
লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) -এর সভাপতি নির্বাচিত হয়েছেন ওলী খান এমবিই এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জেনারেল মিঠু চৌধুরী, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে টিপু রহমান।
স্থানীয় সময় রোববার (১৫ অক্টোবর) বিকেলে লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে নির্বাচন কমিশনার বিসিএ ২০২৩-২৫ নির্বাচনে সাফরণ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, নির্বাচন কমিশনার ব্যারিস্টার বেলায়েত হোসেন ও মো. আজিজ চৌধুরী।
অর্গানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী নাজ ইসলাম। নির্বাচিত ১২৯ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সরাসরি নির্বাচিত হয়েছেন ১১৭ জন।
বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিঠু টৌধুরী ও ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাগদাদ খানের।
এজিএম -এ স্বাগত বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই। বিসিএর বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিসিএর এর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই ও এম এ কামাল ইয়াকুব, এনইসি মেম্বার আ. স. ম বাবলা, মেম্বাবারশীপ সেক্রেটারী ইয়ামিন দিদার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে ফজল উদ্দিন,ফায়জুল হক, সৈয়দ হাসান, কামরুজ্জামান জুয়েল, মানিক মিয়া, কাউন্সিলার পারভেজ আহমদ, নাজ ইসলাম, শহিদুল হক চৌধুরী, শেলু মিয়া, আব্দুল হাই, জয়েন্ট চিফ ট্রেজারার আবজল হোসেন প্রমুখ।
-
টোকিও ফ্যাশন ওয়ার্ল্ড অক্টোবর ২০২৩ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ
-
বাঙালীদের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে প্রথম শহীদ মিনার
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ছিল বিসিএর নির্বাচনের অংশগ্রহনের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ । নির্বাচনের জন্য ৫ অক্টোবর সাফরণ প্যানেল তাদের নমিনেশন জমা দেয়। নির্বাচন কমিশনে শুধু একটি প্যালেন জমা পড়ে।
বিসিএর সাংবিধানিক নিয়মে ১৫ অক্টোবর রবিবার লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে শুধুমাত্র একটি প্যানেল ( সাফরণ) জমা পড়ায় নির্বাচন কমিশনারবৃন্দ সাফরণ প্যানেলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি