Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মো. কাওছার ইকবাল

প্রকাশিত: ১১:২০, ১৬ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারের সাবেক ফুটবলার আমেরিকা প্রবাসী আব্দুল মতিন আর নেই 

মৌলভীবাজারের সাবেক ফুটবলার আমেরিকা প্রবাসী আব্দুল মতিন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের সাবেক ফুটবলার আমেরিকা প্রবাসী আব্দুল মতিন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের সাবেক ফুটবলার ও ক্রীড়াব্যক্তিত্ব, আমেরিকার অধিবাসী আবুল কালাম (মো. আব্দুল মতিন) মারা গেছেন।

নিউইয়র্ক সময় ১৪ নভেম্বর সন্ধ‍্যা সাড়ে সাত টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর পরিবারের একাধিক সদস্য মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

ফুটবল স্বনামধন্য ফুটবলার আব্দুল মতিন এক সময় মৌলভীবাজার মোহামেডান ক্লাবের কৃতি ফুটবলার ছিলেন। পরে জেলা ক্রীডা সংস্থার ফুটবল দলের সাবেক সফল কোচ হিসেবেও দায়িত্ব পালন করে। যুক্তরাষ্ট্র গমনের পর আমেরিকায় মৌলভীবাজার ডিষ্ট্রিক এসোশিয়েনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 

স্বনামধন্য ফুটবলার আব্দুল মতিন এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) জুম্মার নামাজের পর নিউইয়র্ক পার্কচেষ্টার জামে মসজিদে  অনুষ্ঠিত হবে। জানাজা শেষ লাশ বাংলাদেশে নিজ এলাকা মৌলভীবাজার পাঠানো হবেশ বলে জানা গেছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়