Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই)

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৩

দ্বিতীয়বারের মতো দুবাইয়ে বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বিপুল উৎসাহ উদ্দীপনায় জমকালো আয়োজনে মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়স্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিকাল ৫টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকারের সঞ্চালনায় মেলা শুরু হয়। 

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল কবি বিএম জামাল হোসেন।

অনুষ্ঠাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি, আমিরাতের কবি ও সাহিত্যিক ইউসুফ আব লুজ। 

অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও আরব ও ইংরেজি সাহিত্যের বরেণ্য লেখকরা উপস্থিত ছিলেন। 

প্রথম দিনে ৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই মেলায় ঢাকা থেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এ ছাড়া, নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল স্থান পেয়েছে। 

শনিবার ও রোববার (১৭ ডিসেম্বর) পর্যন্ত মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক নানা সভা অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি যোগ হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়