আই নিউজ প্রতিবেদক
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল জাবের মারা গেছেন
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। ছবি- AFP
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, 'আমরা গভীরভাবে শোকাহত। কুয়েতের আমির মারা গেছেন।'
শেখ নাওয়াফ আল জাবের এর মৃত্যুতে কুয়েতের নতুন আমির হিসেবে যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-সাবাহ দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন।
প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কুয়েতের নতুন আমির হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তাঁর আগে এ পদে ক্ষমতায় ছিলেন তাঁর সৎ ভাই শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। তাঁর মৃত্যু হলে শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আমিরের ক্ষমতায় বসেন।
১৯৯০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় শেখ নাওয়াফ আল জাবের দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালের মার্চে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন শেখ নাওয়াফ। শেষ সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি