হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
নিউইয়র্ক পুলিশের ২ বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
এ উপলক্ষে নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্ক সিটি পুলিশের দুই বাংলাদেশি বংশদ্ভোত আমেরিকার কর্মকর্তার পদোন্নতি হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্ক পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশি বংশদ্ভোত কর্মকর্তা লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরী। পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।
বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়েছে। এই দুই জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
অন্যদিকে পদোন্নতিতে বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেক্টিভ রাসিক মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা।
তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা’র )মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি।
এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সার্জেন্ট হাসান আলী সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি