মো. রওশান উজ্জামান রনি
মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
মালয়েশিয়া কোম্পানি ভিসা | ছবি লিখক
মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা গুলো কি জেনে নিন। কোম্পানি ভিসায় গেলে ভালো হবে নাকি ফ্রি ভিসায় গেলে ভালো হবে। স্পষ্ট ভাবে এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। আপনার জন্য কোনটা ভালো হবে তা সহযে বুজতে পারবে আজকের আর্টিকেল পড়ে।
শুরুতে জানিয়ে রাখি ফ্রি ভিসা মানেই ফাঁদ, সেই ফাঁদে পা দিলেই বিপদ। নামে ফ্রি ভিসা দামেও বেশি, ঝুঁকি বেশি। ওয়ার্ক পারমিট ভিসা বা কোম্পানি ভিসা দামে বেশি হলেও ঝুঁকি কম। চীন ও ভারতীয় নাগরিকদের মালয়েশিয়া যেতে লাগবে না ভিসা। ভিসা ছাড়া দেশটিতে ৩০ দিন পর্যন্ত থাকা যাবে। বাংলাদেশীদের ক্ষেত্রে মালয়েশিয়া ভিসা পাওয়াটা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
মালয়েশিয়া কোম্পানি ভিসা কেমন ;- কোম্পানি ভিসা হচ্ছে সরাসরি কোম্পানি আপনাকে নিয়ে যাবে। যাওয়ার পর পাসপোর্ট অরিজিনাল ভিসা কোম্পানির হাতে রেখে দেবে। আপনাকে শুধু ফোটোকপি দেবে ওটা নিয়ে আপনি যে কোন যায়গায় যেতে পারবেন। এতে কোন প্রকার সমস্যা হবে না। আর যদি আপনার মন চায় যে আপনার আত্তিয় আছে তার কাছে গিয়ে কাজ করবেন সেখানে বেতন বেশি সেক্ষেত্রে আপনি পারবেন না কোম্পানি আপনাকে ভিসা বা পাসপোর্ট দিবে না। আপনাকে কোম্পানিতে কাজ করতে হবে। কোম্পানি নিয়ম মেনে আপনাকে চলতে হবে। এটা হচ্ছে কোম্পানির বিষয়ে অসুবিধা। সুবিধা হচ্ছে প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট একটা তারিখে আপনাকে বেতন দেবেন। যেমন কোন কোম্পানি ২৫ তারিখে বেতন দিয়ে দেয় আবার কোন কোম্পানি ১ তারিখে বা ১০ তারিখে বেতন দেয়। এটা হচ্ছে শুরুতে নির্দিষ্ট এক তারিখে যদি দেয় প্রত্যেক মাসের এক তারিখে বেতন পাবেন, দশ তারিখে দিলে প্রত্যেক মাসের ১০ তারিখে বেতন পাবেন। যদি কোম্পানি কোন কারনে বন্ধ থাকে বা প্রজেক্ট বন্ধ থাকে তবুও বেসিকটা আপনি পাবেন।
অসুবিধা হচ্ছে আপনি মন চাইলে দেশে যেতে পারবে না। কোম্পানি যখন আপনাকে ছুটি দিবে এবং টিকিট কেটে দিবে তখন আপনি যেতে পারবেন দেশে। চিকিৎসা কোম্পানি বহন করবে। যাতায়াত কোম্পানি বহন করবে। আপনাকে শুধু খাওয়ার টাকা নিজের বহন করতে হবে। শুধু খাওয়া হাত খরচ নিজের আর সমস্ত খরচ কিন্তু কোম্পানির। ভিসার টাকাও কোম্পানি দিবে। প্রত্যেক বছর বছর রিনিউ করে দেবে তাদের কোনও টাকা দিতে হবে না। শুধু কোম্পানিতে যারা যাবেন তারা নিজের হাত খরচ আর নিজের খাওয়ার টাকা এটা নিজের পকেট থেকে যাবে। যেমন পাঁচশ রিঙ্গিত হলে আপনি খরচ টোটাল শেষ, এটা হচ্ছে কোম্পানি ভিসার সুযোগ সুবিধা।
মালয়েশিয়া কোম্পানি ভিসায় কারা যাবেন? কোম্পানি বিষয় যাবেন যারা কোনও কাজ জানে না, যাদের কোন স্কিল নাই, তারা কোম্পানি ভিসায় গেলে আপনাদের জন্য সব চেয়ে ভালো হবে। কোনও কাজ জানে না, কিছুই জানে না, অভিজ্ঞতা নেই তারা কোম্পানির ভিসায় যাবেন।
মালয়েশিয়া ফ্রি ভিসা কেমন ;- ফ্রি ভিসা হচ্ছে আপনার হাতে পাসপোর্ট দিয়ে দেবে, ভিসা দিয়ে দেবে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তার বিনিময়ে প্রত্যেক বছর বছর আপনাকে পাঁচ হাজার রিঙ্গিত এজন্ট বা কোম্পানি যার সাথে কন্টাক করে যাবেন তাদেরকে দিতে হবে। প্রত্যেক মাসে মাসে এক্সট্রা ৪শ রিঙ্গিতের উপর আপনাকে হাতে রাখতে হবে এটা হিসাব করে রাখতে হবে। তারপর এতে খাওয়া নিজের, থাকা নিজের, বিদ্যুৎ বিল সমস্ত কিছু কিন্তু নিজের। সেই ক্ষেত্রে ফ্রি ভিসার লোকদের খরচ কিন্তু অনেক। দেখা গেছে প্রত্যেক মাসে মাসে ভিসার জন্য ৪শ রিঙ্গিত রাখলেন। তারপরে খাওয়া খরচ যেমন বাসা ভাড়া সহ আপনি ৭শ রিঙ্গিত রাখলেন। টোটাল ১০০০ রিঙ্গিত খরচ হয়ে যাবে। ফ্রি ভিসায় যারা যাবেন ১০০০ রিঙ্গিত তাদের মিনিমাম খরচ আছে। ফ্রি ভিসা লোকের কাজ করতে হয় কনস্ট্রাকশন, পাম অয়েল এগুলোতে। কারণ হচ্ছে ১০০০ রিঙ্গিত কিন্তু এক্সট্রা লাগতেছে। আর যারা কোম্পানির ভিসায় তাদের কিন্তু পাঁচশ টাকায় সব হয়ে যাচ্ছে। ফ্রি ভিসার লোকেরা ১০০০ আবার অনেকের ১২স রিঙ্গিত প্রত্যেক মাসে মাসে এক্সট্রা হিসাব করে রাখতে হয়। এই হচ্ছে খরচ সাভাবিক ধারনা।
মালয়েশিয়া ফ্রি বিষয় কারা যাবেন? ফ্রি ভিসায় যাবেন যাদের স্কিল আছে যেমন আপনি নির্দিষ্ট একটা কাজ জানেন যেমন ওয়েল্ডিংয়ের কাজ জানেন, মালয়েশিয়াতে ওয়েল্ডিংয়ের কাজের বেতন বেশি। যেমন কনস্ট্রাকশনের ভালো ভালো যেগুলোতে বেতন বেশি সেগুলোর কাজ জানেন অথবা আপনি ফার্নিচার বানাতে পারেন বা ফার্নিচারের কাজ জানেন বা আপনার যে কাজ জানা আছে আপনি দক্ষ লোক বা অভিজ্ঞ লোক তারা আসলে ফ্রি বিষয় যাবেন। ফ্রি ভিসায় কিন্তু খরচটা বেশি। প্রত্যেক বছর আপনাকে ভিসার রিনিউ করতে হবে ৫০০০ রিঙ্গিত আপনাকে এজেন্ট অথবা কোম্পানিকে দিতে হবে।
আপনার যদি আত্মীয় স্বজন থাকে, মালয়েশিয়াতে কাজ জোগাড় করে দিতে পারবে, বেতন বেশি পাবেন সে ক্ষেত্রে একটা ভালো কোন এজেন্টদের সাথে কন্টাক করে ফ্রি ভিসা যাতে আপনার হাতে পাসপোর্ট দিয়ে দেয়। প্রত্যেক বছর বছর ভিসা রিনিউ করে দেয়, কোনও ঝামেলা না থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় যাবেন। এভাবে গেলে ভাল হবে। আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনার যে জায়গায় বেশি বেতন পাবেন, স্কিল আছে কাজ করতে পারবেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি বেসিক দেখা গেছে ১শ রিঙ্গিত করে পাবেন বা ১২০ রিঙ্গিত এই রকম বেসিকে অনেকে কাজ করে যাদের অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে তারা ফ্রি ভিসায় যাবেন। আর যাদের কোন কাজের দক্ষতা নাই তারা কিন্তু কোম্পানি ভিসায় গেলে ভালো মনে করি কারণ চিন্তামুক্ত থাকবেন।
আর যারা ফ্রি ভিসায় যাবেন আর একটা অসুবিধা আছে সেটা হচ্ছে ফ্রি ভিসায় কিন্তু প্রত্যেক মাসে মাসে বেতন আপনি পাবেন না। যেমন এই মাসে কাজ করলেন এই মাসের বেতন পাবেন না এটা সামনের মাসে দিবে। আপনার এক মাসের বেতন হাতে রেখে দিবে। আবার অনেক মাসে কিছু বাংলাদেশি এজেন্ট আছে তারা লোক খাটায়, যারা অনেক মাসের বেতন দেয় না। আবার কোন এজেন্ট আছে তারা চীনা এজেন্ট বা মালাই এজেন্ট আছে যারা ১৫ দিনের বেতন ১০ দিনের বেতন এরকম কিন্তু মেরে দেয়। প্রত্যেক মাসে মাসে আপনি নির্দিষ্ট তারিখে বেতন পাবেন না ফ্রি ভিসায় গেলে। এটা হচ্ছে মূলত অসুবিধা। আপনাকে টেনশন মাথায় রাখতে হবে। কবে আমার ভিসার মেয়াদ যাব, কবে পাসপোর্ট মেয়াদ যাবে, কবে সিআইডিভির মেয়াদ যাব এগুলো আপনাকে সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে হবে।
আর কম্পানির বিষয় আসলে কোম্পানির এইচআর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে উনি। কবে মেয়াদ গেলো কি গেলো না গেল সমস্ত কিছুই ওই কোম্পানির এইচআর নিয়ন্ত্রণ করে। আপনি টেনশনমুক্ত থাকবেন কোম্পানি ভিসায় গেলে। আপনি টাকা কামাবেন দেশে পাঠাবেন, তবে সে ক্ষেত্রে কিছু অসুবিধাও আছে। বেতন কম পাবেন কিন্তু ঘুরে ফিরে থেকে শান্তি পাবেন। এই হল কোম্পানির ভিসার সুযোগ সুবিধা। আর ফ্রি ভিসার সুযোগ সুবিধা মন চাইলে আপনি দেশে যেতে পারবেন। টিকিট নিজের কাটতে হবে, নিজের টিকিট কেটে দিয়ে গেলেন। আর হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। বেসিকটা বেশি পাবেন। অসুবিধা হচ্ছে খরচটা বেশি, প্রত্যেক বছর ভিসা রিনিউ করতে হবে। আশা করি আপনারা মালিশিয়ার ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসার সুযোগ সুবিধা গুলো বুজতে পেরেছেন।
মালয়েশিয়ার রিংগিত টু বাংলাদেশি টাকা ; আপনারা অনেকেই আছেন মালয়েশিয়া রিংগিত টু বাংলাদেশে টাকা সম্পর্কে জানতে চান। মালয়েশিয়ায় এখন ১ রিংগিত =২৩.৭০ টাকা। এই হিসাবে আপনি মালয়েশিয়া রিংগিত টু বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন।
আই নিউজ/আর
আরও পড়ুন
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি